🌹🌹আমার হৃদয়ের কবিতা 🌹

ইকরা সুলতানার জন্য — আমার হৃদয়ের কবিতা ইকরা সুলতানার জন্য — আমার হৃদয়ের কবিতা প্রিয়তমা স্ত্রী ইকরা সুলতানার প্রতি আমার গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও চিরস্থায়ী প্রতিজ্ঞার একান্ত স্বীকারোক্তি। তুমি আমার ইকরা —তুমি আমার পথের আলো, তোমার ভালোবাসায় হৃদয় পাই শান্তির ঢালো। প্রথম দেখা থেকে আজ অবধি, প্রতিটি ক্ষণ, তোমাকে নিয়ে গড়া হয়েছে আমার সকল স্বপ্ন-গুণ। তোমার হাসিতে ভোরের সূর্য ওঠে নতুন আলো নিয়ে, তোমার চোখে দেখি আগামী দিনের নিশ্চয়তা দিয়ে। তুমি আমার জীবনের সেরা উপহার, আল্লাহর দান—যা তুলনাহীন, অমূল্য, অপার। হাতে হাত রেখে হেঁটে যাওয়া সেই পথের স্মৃতি, আজও হৃদয়ে বাজে—তোমার সাথে কাটানো প্রতিটি গীতি। তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার দোয়ার কবুল নামাজের অমূল্য সিন্দুক। দিনশেষে ক্লান্তি যখন ভর করে মনে, তোমার আঁচল হয় ছায়া—শান্তির বাসা গড়ে। ঝগড়ার শেষে অভিমান ভেঙে আসা মিষ্টি হাসি, আমাদের ভালোবাসাকে করে আরো গভীর, অনাবিল খুশি। তুমি আমার ধৈর্যের পাঠশালা, তুমি আমার সাহসের দেয়াল, তোমার দোয়া ছাড়া জীবন হতো পরাজিত এক কাল। তুমি আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ মা, ঘরের ...