পোস্টগুলি

🌹🌹আমার হৃদয়ের কবিতা 🌹

ছবি
ইকরা সুলতানার জন্য — আমার হৃদয়ের কবিতা ইকরা সুলতানার জন্য — আমার হৃদয়ের কবিতা প্রিয়তমা স্ত্রী ইকরা সুলতানার প্রতি আমার গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও চিরস্থায়ী প্রতিজ্ঞার একান্ত স্বীকারোক্তি। তুমি আমার ইকরা —তুমি আমার পথের আলো, তোমার ভালোবাসায় হৃদয় পাই শান্তির ঢালো। প্রথম দেখা থেকে আজ অবধি, প্রতিটি ক্ষণ, তোমাকে নিয়ে গড়া হয়েছে আমার সকল স্বপ্ন-গুণ। তোমার হাসিতে ভোরের সূর্য ওঠে নতুন আলো নিয়ে, তোমার চোখে দেখি আগামী দিনের নিশ্চয়তা দিয়ে। তুমি আমার জীবনের সেরা উপহার, আল্লাহর দান—যা তুলনাহীন, অমূল্য, অপার। হাতে হাত রেখে হেঁটে যাওয়া সেই পথের স্মৃতি, আজও হৃদয়ে বাজে—তোমার সাথে কাটানো প্রতিটি গীতি। তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার দোয়ার কবুল নামাজের অমূল্য সিন্দুক। দিনশেষে ক্লান্তি যখন ভর করে মনে, তোমার আঁচল হয় ছায়া—শান্তির বাসা গড়ে। ঝগড়ার শেষে অভিমান ভেঙে আসা মিষ্টি হাসি, আমাদের ভালোবাসাকে করে আরো গভীর, অনাবিল খুশি। তুমি আমার ধৈর্যের পাঠশালা, তুমি আমার সাহসের দেয়াল, তোমার দোয়া ছাড়া জীবন হতো পরাজিত এক কাল। তুমি আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ মা, ঘরের ...

দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি: কুরআন-সুন্নাহর আলোকে ৭টি নীতি।

ছবি
  যে দুটি হাত আল্লাহর হুকুমে মিলিত হয় সে দু হাত কখনো পৃথক না হোক।    “ সুখী দাম্পত্য জীবনের রহস্য টাকা-পয়সা নয়, বরং ভালোবাসা, ক্ষমাশীলতা আর পরস্পরের প্রতি দোয়া।” বর্তমান সমাজে প্রতিনিয়ত যেই হারে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে ,ডিভোর্স ,তালাক ও পরকীয়ার মত বিষাক্ত বিষ ফোঁড়া সমাজে বেড়ে চলছে তার একমাত্র মূল কারণ হচ্ছে ইসলাম ফলো না করা। তাই আমি এখানে কোরআন সুন্নাহর আলোকে সাতটি নীতি তুলে ধরছি যেগুলো ফলো করলে ইনশাল্লাহ দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত হবে।  সেগুলো হলো :-  ১. আল্লাহভীতি ও তাকওয়া ♥️ আল্লাহভীতি থাকলে স্বামী-স্ত্রী দুজনই একে অপরের হক আদায়ে সচেতন থাকে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে-ই, যে তার স্ত্রীদের সঙ্গে সর্বোত্তম আচরণ করে।” (সুনান তিরমিজি, হাদিস: ৩৮৯৫) ২. ভালোবাসা ও করুণা প্রদর্শন ♥️ স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা ও মায়া। কুরআন: “তাঁর নিদর্শনাবলীর মধ্যে এটি অন্যতম যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন কর...

শাইখ মুজাহিদ ওসামা বিন লাদেন: শৈশব থেকে শহীদ পর্যন্ত (পূর্ণাঙ্গ জীবনী)

ছবি
  ছবি সংগৃহীত  জন্ম, পরিবার ও শৈশব (১৯৫৭–১৯৭৯) পূর্ণ নাম: ওসামা বিন মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন জন্ম: ১০ মার্চ ১৯৫৭, রিয়াদ, সৌদি আরব পরিবার: ওসামা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের সবচেয়ে বড় ঠিকাদারি প্রতিষ্ঠান “Saudi Binladin Group”-এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি সৌদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করত। মক্কা ও মদিনার বড় মসজিদের সম্প্রসারণ প্রকল্পে কোম্পানি নিযুক্ত ছিল। মা আলিয়া গনিম, সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের। তিনি মুহাম্মাদ বিন লাদেনের দশম স্ত্রী। ওসামা রহ,ছিলেন পিতার প্রায় ১৭তম সন্তান। পরিবারের সংখ্যা ছিল অত্যন্ত বেশি, প্রায় ৫০-এর বেশি সন্তান। পিতার সম্পদ ও সামাজিক প্রভাব ওসামার শৈশবকে সুবিধাসম্পন্ন করেছে। শৈশবকাল ও চরিত্র গঠন ওসামা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন লম্বা, শান্ত ও সংযমী স্বভাবের। কিশোর বয়সে তার শখ: ঘোড়ায় চড়া ফুটবল খেলা ইসলামি ইতিহাস পড়া ছোট বেলাতেই তার মধ্যে নেতৃত্বের স্বভাব, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের লক্ষণ দেখা যায়। শৈশব থেকেই তিনি ইসলামের মূলনীতি, সাহাবাদের জীবন, ত্যাগ এবং জিহাদের গল্প ...

শিক্ষকের বেতন সময়মতো পরিশোধ করতে না পারলে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া কেন জরুরি? — একটি ইসলামী ও সামাজিক বিশ্লেষণ

ছবি
  মাদ্রাসা ইসলামী শিক্ষা ও দ্বীনের দুর্গ। এখানে কোরআন-সুন্নাহর জ্ঞান প্রচারিত হয়, ইলমের আলো মানুষের অন্তরে পৌঁছে যায়। কিন্তু এই মহান প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব শুধু একটি সম্মানের পদ নয়—এটি একটি আমানত ও গুরুভার দায়িত্ব। ইসলামে আমানত রক্ষা না করা মারাত্মক গোনাহ। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষকদের ন্যায্য বেতন সময়মতো প্রদান করা। দুঃখজনক হলেও সত্য—বর্তমান সমাজে অনেক মাদ্রাসায় মাসের পর মাস ওস্তাদদের বেতন বকেয়া পড়ে থাকে। অথচ শরীয়তের স্পষ্ট নির্দেশ হলো—শ্রমিকের মজুরি বিলম্ব ছাড়া আদায় করতে হবে। শরীয়তের স্পষ্ট নির্দেশ রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন— > أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো।” — (সুনান ইবনে মাজাহ, হাদিস: ২৪৪৩; মুসনাদ আহমাদ, হাদিস: ১৪৯٨১) এই হাদিসের ভাষা এতটাই স্পষ্ট যে, এখানে কোনো অজুহাতের সুযোগ নেই। ইসলামে কর্মীর ন্যায্য পাওনা আটকে রাখা হারাম এবং কবিরা গোনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন— > وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ “পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করো।” — ...

আল্লাহ কোথায়? শুধু কি আরশে, নাকি সর্বত্র?

ছবি
  ১. প্রাথমিক বিষয় কিছু মুসলিম সম্প্রদায় মনে করে আল্লাহ শুধুই আরশে অবস্থান করছেন। তবে, যদি আল্লাহ কেবল আরশের উপর থাকেন, তাহলে আরশ আল্লাহকে ঘিরে ফেলবে এবং আরশ বড়, আল্লাহ ছোট—যা নাস্তিকদের যুক্তির মতো হবে। কিন্তু ইসলামিক ঈমান অনুযায়ী, আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি যেমন আরশে আছেন, তেমনি আসমান-জমিনের সর্বত্র। ২. আয়াত ও হাদীসের আলোকে ব্যাখ্যা সর্বত্র উপস্থিতি: “তোমরা যেখানেই থাক না কেন, আল্লাহ তোমাদের সাথে আছেন” (সূরা হাদীদ-৪)। “আমি বান্দার গলদেশের শিরার চেয়েও কাছে” (সূরা কাফ-১৬)। আল্লাহর কুরসী আসমান-জমিনকে আচ্ছাদিত করে রেখেছে (সূরা বাকারা-২৫৫)। এই সব আয়াত আল্লাহর সর্বব্যাপী উপস্থিতির প্রমাণ। আরশে ইস্তিওয়া: “অতঃপর তিনি আরশের উপর ক্ষমতাশালী হোন” (সূরা হাদীদ-৩)। আল্লাহ আরশে অবস্থান করলেও এর অর্থ শুধুই ক্ষমতা ও উচ্চতা, স্থান-সীমাবদ্ধতা নয়। ৩. ঈমান ও ব্যাখ্যার নীতি আল্লাহর সিফাতকে হুবহু বা ব্যাখ্যাসহ গ্রহণ করা যায়, তবে এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের শাব্দিক অর্থের সাথে বিরোধ করলে তা গ্রহণযোগ্য নয়। আল্লাহর সর্বত্র বিরাজমানতা অস্বীকার করে কেবল আরশে সীমাবদ্ধ বলা বিদআত। ৪. শেষ রাতে...

ইসরায়েলের নতুন পরিকল্পনা: গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পাঠানোর আলোচনা

ছবি
 গাজা উপত্যকার ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পাঠানোর বিষয়ে আলোচনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিশ্লেষকদের মতে ইসরায়েলের দীর্ঘদিনের জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতিরই অংশ। তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় আরব ও মুসলিম বিশ্বসহ বৈশ্বিক মহলে এই পরিকল্পনার তীব্র সমালোচনা হচ্ছে। এই খবর এমন সময়ে এসেছে, যখন সম্প্রতি ইসরায়েলি সরকার ধাপে ধাপে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। প্রথম ধাপে গাজা শহরকে লক্ষ্য করা হবে, যেখানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। এপি’র ছয়টি সূত্রের তথ্যমতে, ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ সুদানের সঙ্গে আলোচনায় কতটা অগ্রগতি হয়েছে তা এখনো পরিষ্কার নয়। দক্ষিণ সুদানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক আলাপচারিতা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকরা বল...

এআইয়ের বাপ চলে আসলো — গুগলের NotebookLM-এর বিস্ময়কর ক্ষমতা

ছবি
ছবি আমার   শ্রেষ্ঠ আবিষ্কার: NotebookLM – আপনার ব্যক্তিগত গবেষণা সহকারী! প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। প্রতিদিন নতুন নতুন এআই টুল তৈরি হচ্ছে, যা আমাদের কাজকে আরও সহজ ও গতিশীল করছে। এই প্রতিযোগিতামূলক বাজারে, গুগল এমন একটি অসাধারণ এআই টুল নিয়ে এসেছে, যা সত্যিই সবকিছুকে ছাড়িয়ে গেছে। অনেকেই মজা করে এটিকে "এআইয়ের বাপ চলে আসলো" বলে থাকেন  – আর এই টুলটির নাম হলো NotebookLM । এটি শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং আপনার নিজের তথ্যকে কাজে লাগিয়ে সবচেয়ে প্রাসঙ্গিক ও সঠিক উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে । 📌 NotebookLM কী? NotebookLM হলো গুগলের তৈরি একটি অত্যাধুনিক AI-পাওয়ারড স্মার্ট নোটবুক। এটি সাধারণ কোনো নোটবুক নয়, বরং আপনার ব্যক্তিগত ডিজিটাল সহকারী, যা বিশেষভাবে তথ্য বিশ্লেষণ, সারসংক্ষেপ তৈরি, গবেষণা এবং নতুন কনটেন্ট তৈরির কাজে সহায়তা করে । এই প্ল্যাটফর্মে আপনি আপনার নিজস্ব ডকুমেন্ট, PDF ফাইল, Google Docs, ওয়েবপেজ, এমনকি ভিডিও বা অডিও ফাইলও আপলোড করে রাখতে পারেন। একবার আপনার ত...

বিয়ে প্রতিযোগিতা নয় — আল্লাহর সময়ের উপর আস্থা রাখুন

ছবি
  ছবি সংগৃহীত  আল্লাহর সময়ের উপর আস্থা রাখুন — বিয়ে নির্ধারিত, প্রতিযোগিতা নয় বিয়ে আল্লাহ তাআলার দ্বারা নির্ধারিত একটি পবিত্র সম্পর্ক; এটি কোনো প্রতিযোগিতা নয়। বিলম্ব কখনোই ব্যর্থতার চিহ্ন নয়, বরং আল্লাহর হিকমত ও পরিকল্পনার অংশ। তাই প্রতিযোগিতার চাপে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যার জন্য আমরা প্রস্তুত নই। বিবাহ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমাদের মনে রাখা উচিত যে এটি চূড়ান্তভাবে আল্লাহ ﷻ কর্তৃক নির্ধারিত। তাঁর জ্ঞান ও সময়ের উপর আস্থা রাখা অপরিহার্য, কারণ সবকিছুই ঘটে তাঁর ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী। যারা এখনও অবিবাহিত এবং জীবনসঙ্গীর জন্য অপেক্ষমাণ, তাদের জন্য বোঝা জরুরি যে বিলম্ব মানেই অযোগ্যতা নয়। আল্লাহ ﷻ প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় ও সঙ্গী নির্ধারণ করেছেন। অতএব, আমাদের উচিত নয় অন্যদের সঙ্গে নিজেদের যাত্রার তুলনা করা বা বিবাহকে প্রতিযোগিতা ভেবে সামাজিক চাপের কাছে নতি স্বীকার করা। ধৈর্য ধরা, আল্লাহর সময়ের উপর আস্থা রাখা, এবং নিজেদের প্রস্তুত করা—এগুলোই মূল কাজ যখন তিনি সময়কে উপযুক্ত মনে করবেন। অপেক্ষার সময় নষ্ট নয় আমরা যে বিলম্বের সম্মুখীন হই...

AI দিয়ে দিনে মাত্র ৩০ মিনিট লেখালেখি করে মাসে লাখ টাকা আয়ের গোপন রহস্য!

ছবি
  Image design by Alauddin Rahmani  আজকের ডিজিটাল যুগে আয়ের সুযোগগুলো আর আগের মতো সীমিত নয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) লেখালেখির জগতে এক নতুন বিপ্লব এনেছে। যেখানে আগে একটি আর্টিকেল বা ব্লগ লিখতে কয়েক ঘণ্টা লাগত, এখন AI-এর সাহায্যে মাত্র ৩০ মিনিটেই আপনি একটি মানসম্মত লেখা তৈরি করতে পারেন। আর এই লেখালেখি দিয়েই মাসে লাখ টাকা আয় করা এখন আর স্বপ্ন নয়—বরং বাস্তবতা। কেন AI লেখালেখিতে এত জনপ্রিয় ? 1. দ্রুত খসড়া তৈরি – আপনি শুধু মূল আইডিয়া লিখবেন, বাকিটা AI সুন্দর করে সাজিয়ে দেবে। 2. ভাষা ও ব্যাকরণ ঠিক করা – বানান ভুল বা বাক্যগঠনের সমস্যা নিয়ে আর চিন্তা নেই। 3. বিভিন্ন ভাষায় লেখা – বাংলার পাশাপাশি ইংরেজি, আরবি, ফরাসি—সব ভাষায় কনটেন্ট তৈরি সম্ভব। 4. সৃজনশীল আইডিয়া জোগানো – কোন বিষয় নিয়ে লিখবেন বুঝতে না পারলে AI আপনাকে শত শত আইডিয়া দিয়ে সাহায্য করবে। লেখালেখি করে আয়ের বাস্তব উপায় ১. ফ্রিল্যান্স কনটেন্ট রাইটিং Upwork, Fiverr, Freelancer ইত্যাদি প্ল্যাটফর্মে প্রোফাইল খুলুন। বিদেশি ক্লায়েন্টদের জন্য ব্লগ পোস্ট, পণ্যের বিবরণ, রিসার্চ আর্টিকেল লিখে ডলার আয় করুন। ...

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে কুপিয়ে হত্যা

ছবি
  ছবি সংগৃহীত  গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তুহিন গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজের ফেসবুকে আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে লেখা ছিল: "যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।" কিছুক্ষণ পর, রাত প্রায় সাড়ে ৭টার দিকে, তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তারা তাকে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার নিয়ে তিনি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। ঘটনার খবর পেয়ে বাসন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ম...

স্মার্টফোনের ব্যাটারি ১০০% চার্জ করা ঠিক না ভুল? জানুন প্রযুক্তিবিদের সতর্ক বার্তা

ছবি
  ছবি সংগৃহীত  ব্যস্ত জীবনে স্মার্টফোন যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী। সকাল থেকে রাত—প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজন হয় এই যন্ত্রটির। ফলে দিন শেষে বাসায় ফিরে অনেকেই ফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন, আর সকালে ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়া ফোন নিয়ে বের হন। অনেকের বিশ্বাস, যত বেশি চার্জ, তত বেশি ব্যাটারি ব্যাকআপ। কেউ কেউ তো ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত চার্জারই খুলতে চান না! কিন্তু এই অভ্যাসটি কি আদৌ ভালো? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্মার্টফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে। বর্তমানে প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যেগুলো সময়ের সঙ্গে রাসায়নিকভাবে দুর্বল হয়ে পড়ে। বারবার ব্যাটারিকে পূর্ণ চার্জে নেওয়ার ফলে এটি দীর্ঘ সময় উচ্চ ভোল্টেজে থাকে, যা ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দিতে পারে। বিজিআর-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০% পর্যন্ত চার্জ করার ফলে ব্যাটারির অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের ওপর বাড়তি চাপ পড়ে। এতে ব্যাটারির ধারণক্ষমতা অনেক সময় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমে যায়। ফলে কিছুদিন পরই ব্যাটারির পারফরম্যান্স দুর্বল হয়ে পড়...

দখলদারদের বর্বর অভিযান: বাড়িঘর ধ্বংস, ১২ নিরীহ ফিলিস্তিনি গ্রেফতার

ছবি
  দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ, আটক বহু ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের একাধিক অঞ্চলে ধ্বংস অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের অংশ হিসেবে তারা কয়েকটি ভবন গুঁড়িয়ে দেয় এবং রাতভর অভিযান চালিয়ে একাধিক ফিলিস্তিনিকে আটক করে। দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে ধ্বংস অভিযান চালাচ্ছে (ফরাসি বার্তা সংস্থা AFP) আল জাজিরাকে স্থানীয় সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী বায়তুল লাহমের পূর্বাঞ্চলের কবর হালওয়া এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন ধ্বংসের কাজ শুরু করেছে। তারা দাবি করেছে, ভবনটির কোনও বৈধ অনুমোদন নেই—এই অজুহাতে তারা ভবনটি ভাঙচুর করছে ।স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী বুলডোজারসহ শরণার্থী শিবিরের নিকটবর্তী "জিরাআ’আ" (কৃষি এলাকা) মহল্লায় অভিযান চালায়। অভিযান চলাকালে তারা একটি শিল্প ও বাণিজ্যিক স্থাপনা গুঁড়িয়ে দেয়। দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ গত জুলাই মাসে মোট ৭৫টি ধ্বংস অভিযান চালায়, যার ফলে ১২২টি স্থাপনা ধ্বংস হয়। এর মধ্যে ছিল ৬০টি বাসযোগ্য ঘরবাড়ি, ১১টি পরিত্যক্ত ভবন, ২২টি কৃষি স্থাপনা, ২৬টি জীবিকার উৎস এ...