ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হচ্ছে গাজা: মৃত ৫৯ হাজার ছাড়ালো, শিশুদের খাদ্য সংকটে মৃত্যু
গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ ও অপুষ্টির প্রভাবে গত ৭২ ঘণ্টায় (২১) শিশুর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে মুজাম্মা আশ-শিফা মেডিকেল কমপ্লেক্স। জাতিসংঘ সতর্ক করে বলেছে, দুর্ভিক্ষ এখন সব দরজায় কড়া নাড়ছে।
মেডিকেল কমপ্লেক্সটির পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়া জানান, বর্তমানে গাজায় প্রায় (৯ লাখ) শিশু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, যার মধ্যে (৭০ হাজার) শিশু চরম অপুষ্টির পর্যায়ে পৌঁছে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত (১০৫০) এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ অবস্থায় (২৫) এরও বেশি পশ্চিমা দেশ যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ নিহত ব্যক্তি ত্রাণ বিতরণ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় প্রাণ হারিয়েছেন।
অপরদিকে, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোরে দেইর আল-বালাহ এলাকায় শরণার্থী শিবির ও বিভিন্ন স্থানে বোমাবর্ষণে কমপক্ষে (১৫) জন নিহত হয়। যদিও ইসরায়েল এসব স্থানে হামলার কথা অস্বীকার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের দেইর আল-বালাহের প্রধান কার্যালয় ও গুদামঘরে বোমা হামলার নিন্দা জানিয়ে জানায়, ইসরায়েলি সেনারা নারীদের ও শিশুদের সেখানে থেকে বের করে দিয়ে ১০ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য করেছে।
৭ অক্টোবর ২০২৩ সালে শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী (৫৯ হাজারের) বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই বেসা
মরিক নাগরিক।
সূত্র: আর রিয়াদ আরবি পত্রিকা থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে শালীন ভাষায় লিখুন এবং অবাঞ্ছিত মন্তব্য থেকে বিরত থাকুন। মন্তব্য করার জন্য ধন্যবাদ!