এসো প্রশ্নোত্তরে একশত আকিদা শিখি
১। ধর্ম-বিশ্বাস বোঝাতে কুরআন কারীম ও হাদীস শরীফে সর্বদা কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
উত্তর: ঈমান।
২। ঈমান-আকীদা বিষয়ে কুরআন ও বিশুদ্ধ হাদীসে যা কিছু এসেছে তা বিনা দ্বিধায় বিশ্বাস করা এবং অহেতুক তর্ক না করা কাদের নীতি ছিল?
উত্তর: সাহাবীগণের।
৩। ধর্ম-বিশ্বাসে কিসের উপর নির্ভর করতে হয়?
উত্তর: ওহীর উপর।
৪। মাকামে মাহমূদ দ্বারা কী উদ্দেশ্য?
উত্তর: শাফায়াতের মাকাম।
৫। কাফিরগণকে ইসলামের দিকে আহবান করলে তারা দোয়া করেন, ইসলাম যদি সত্য হয় তবে আল্লাহ যেন তাদের শাস্তি দেন। তারা কী শাস্তি চেয়েছিলেন?
উত্তর: পাথর বর্ষণ।
৬। মক্কার কাফির সম্প্রদায় কর্তৃক ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে হিসেবে বিশ্বাস করার ভিত্তি ছিল—
উত্তর: কল্পনা ও সমাজের প্রচলিত কথা।
৭। মক্কার কাফিররা আল্লাহকে কোন নামে ডাকতে অস্বীকার করত?
উত্তর: রহমান।
৮। ইসলামী শরীয়তে ‘সুন্নাত’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: প্রিয়নবীর সামগ্রিক জীবনাদর্শ।
৯। কী আঁকড়ে থাকলে মুসলিমগণ কখনও পথভ্রষ্ট হবেন না?
উত্তর: আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাত।
১০। বদর যুদ্ধের সময় কাবার গিলাফ ধরে কোন কাফের-নেতা বলেছিল— হে আল্লাহ, আমাদের মধ্যে যে বেশি পাপী ও আত্মীয়তা ছিন্নকারী তাদেরকে পরাজিত করুন?
উত্তর: আবু জাহল।
১১। অর্থগত দিক থেকে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কী?
উত্তর: ঈমান বিশ্বাসের দিক এবং ইসলাম কর্মের দিক।
১২। মহান আল্লাহ কোন নিয়ামত দিয়ে মানুষকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন?
উত্তর: মানবিক জ্ঞান-বুদ্ধি।
১৩। শাহাদাতাইনের দ্বিতীয় অংশে কী কী শব্দ রয়েছে?
উত্তর: মুহাম্মাদ, আবদ ও রাসূল।
১৪। কুরআনে মুমিনগণকে কতভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর: তিন ভাগে।
১৫। আল্লাহ যার কল্যাণ চান তাকে কী দেন?
উত্তর: দীনি প্রজ্ঞা।
১৬। ঈমান, ইসলাম এবং শরীয়ত— সবগুলোকে এক শব্দে কী বলা হয়?
উত্তর: দীন।
১৭। হাদীসের গ্রন্থগুলোকে পাঁচ ভাগে ভাগ করেছেন কোন মনীষী?
উত্তর: শাহ ওয়ালীউল্লাহ রহ.।
১৮। ইবাদতের মূল কী?
উত্তর: আল্লাহকে ডাকা বা প্রার্থনা করা।
১৯। সারারাত তাহাজ্জুদ আদায় করাকে রাতে কিছু সময় ঘুমিয়ে বাকি সময় তাহাজ্জুদ আদায়ের চেয়ে উত্তম মনে করা কেমন?
উত্তর: সুন্নাত অপছন্দ করা।
২০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখেন, পেছনেও তেমন দেখেন— এ হাদীসটি কোন সময়ের ব্যাপারে বর্ণিত হয়েছে?
উত্তর: সালাত।
২১। কুরআনে কাদেরকে সফলতার মাপকাঠি এবং অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে?
উত্তর: সাহাবীগণকে।
২২। কুরআন কারীমে মুশরিকদের প্রধান ইবাদত কী ছিল বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: দুআ।
২৩। ঈদে মীলাদুন্নবী উদযাপনের পদ্ধতি চালু হয় হিজরী কোন শতাব্দী থেকে?
উত্তর: ৭ম শতাব্দী।
২৪। হিজরী তৃতীয় শতক থেকে ধর্মবিশ্বাস বোঝাতে যে পরিভাষাটি প্রসিদ্ধি লাভ করে—
উত্তর: সুন্নাহ।
২৫। বিশ্বাসের ক্ষেত্রে মানবীয় যুক্তি কোন্ কাজে লাগে?
উত্তর: ওহীর বিষয়কে প্রমাণ করার কাজে।
২৬। দাসত্ব বোঝাতে কোন শব্দটি ব্যবহার হয় না?
উত্তর: আবদ।
২৭। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নিজেকে মুজাদ্দিদ দাবী করেন কে?
উত্তর: গোলাম আহমদ কাদিয়ানি।
২৮। কোন সাহাবীর মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘আল্লাহর কসম, আমি তার ব্যাপারে কল্যাণের আশা রাখি। কিন্তু আল্লাহর শপথ আমি রাসূল হয়েও জানি না আমার সাথে কী করা হবে'?
উত্তর: উসমান বিন মাযঊন রা.।
২৯। নবীগণের মুজিযার ক্ষেত্রে অন্যান্য উম্মত কীভাবে শিরকে লিপ্ত হয়েছে?
উত্তর: মুজিযাকে ক্ষমতা ও অধিকার মনে করে।
৩০। জালিমরা একে অপরকে কী ধরনের প্রতিশ্রুতি দেয়?
উত্তর: মিথ্যা প্রতিশ্রুতি।
৩১। কুরআনের অধিকাংশ সূরা ও আয়াত কয় প্রকারের তাওহীদের বর্ণনা সম্বলিত?
উত্তর: দুই প্রকার।
৩২। ‘খুম’ নামক স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: মক্কা ও মদীনার মাঝে।
৩৩। 'রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট কীভাবে দরূদ-সালাম পেশ করা হবে অথচ তিনি মাটির সাথে মিশে যাবেন?' সাহাবাদের এই প্রশ্নের উত্তরে নবীজী বলেছিলেন—
উত্তর: নবীগণের দেহ ভক্ষণ করা মাটির জন্য হারাম।
৩৪। কোন বিষয়ে ওহী বিস্তারিত এবং আকল মৌলিক নির্দেশনা দেয়?
উত্তর: গাইবি বিষয়ে।
৩৫। কোন কোন বিষয়ের সমন্বয়ে ইসলাম?
উত্তর: বিশ্বাস ও কর্ম।
৩৬। মক্কাবাসীরা হাশিম পরিবারকে কিসের নেতৃত্ব দিয়েছিল?
উত্তর: ধর্মীয় ও সামাজিক।
৩৭। সাহাবা-পরবর্তীদের পাহাড় পরিমাণ দান সাহাবাদের কতটুকু পরিমাণের সমানও নয়?
উত্তর: এক মুদ বা তার অর্ধেক।
৩৮। ‘আমার নিকট পরিত্রাণ চাইতে হয় না। পরিত্রাণ চাইতে হয় আল্লাহর নিকট।’ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা কার প্রেক্ষিতে বলেছিলেন?
উত্তর: জনৈক মুনাফিক।
৩৯। কোনো মুসলিম যত পাপই করুক তবুও সে পরিপূর্ণ মুমিন— এই আকীদা পোষণ করে-
উত্তর: মুরজিয়াগণ।
৪০। পৃথিবীতে সার্বিক কল্যাণ লাভের প্রথম শর্ত—
উত্তর: ঈমান।
৪১। শাহ ওয়ালি উল্লাহ দেহলভি রহ. তাওহীদকে কতভাগে ভাগ করেছেন?
উত্তর: চার ভাগে।
৪২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রা.-এর সম্পর্ক মূসা আ.-এর সাথে হারুন আ.-এর সম্পর্কের মতো কিন্তু পার্থক্য কোথায়?
উত্তর: নবী না হওয়ায়।
৪৩। অধিকাংশ আলিমদের মতে আল্লাহর নিকট কার মর্যাদা বেশি?
উত্তর: মাটির তৈরি মানুষের।
৪৪। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. হিজরতের কত বছর পূর্বে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩ বছর।
৪৫। যুগে যুগে নবী-রাসূলদের আনীত বার্তাকে মানুষ কোন যুক্তিতে প্রত্যাখ্যান করেছে?
উত্তর: উপরের সবগুলো।
৪৬। কর্মগত বিদআতের উৎস কী?
উত্তর: আকীদাগত বিদআত।
৪৭। আল্লামা কাসতালানী ও যারকানীর বর্ণনায় অধিকাংশ মুহাদ্দিস ও ঐতিহাসিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের ব্যাপারে রবিউল আউয়াল মাসের কোন তারিখটি অধিকতর বিশুদ্ধ মনে করেন?
উত্তর: ৮ তারিখ।
৪৮। ইরবাদ বিন সারিয়া রা.-এর হাদীস অনুযায়ী সকল নবীর মায়েদের কমন বৈশিষ্ট্য কী?
উত্তর: নবী জন্মের পূর্বে স্বপ্নে নূর নির্গত হতে দেখা।
৪৯। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব জানলে তিনি কী করতেন বলে উল্লেখ করেছেন?
উত্তর: প্রভূত কল্যাণ লাভ করতাম এবং আমাকে অনিষ্ট স্পর্শ করতো না।
৫০। সহীহ ইবনে খুযাইমার লেখক প্রসিদ্ধ মুহাদ্দিস মুহাম্মাদ বিন খুযাইমা রহ. কোন শতকের লোক ছিলেন?
উত্তর: চতুর্থ শতকের।
৫১। কোন প্রকারের হাদীস অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়?
উত্তর: মুতাওয়াতির।
৫২। কোন বিষয়ে ওহী মৌলিক এবং আকল বিস্তারিত নির্দেশনা দেয়?
উত্তর: ইন্দ্রিয়াধীন বিষয়ে।
৫৩। ইসলামী আকীদা বইয়ে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. নবীজির জীবনী মোটামুটি বিস্তারিত আলোচনা করার কারণ কী বলে উল্লেখ করেছেন?
উত্তর: অনেক কল্যাণ।
৫৪। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত্তি কী?
উত্তর: সুন্নাত ও সাহাবীদের জামাত অনুসরণ করা।
৫৫। জল-স্থলের অন্ধকার থেকে মুক্তি পেলে কারা কৃতজ্ঞ হওয়ার প্রতিশ্রুতি দেয়?
উত্তর: মুশরিকগণ।
৫৬। মানব-জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান কোনটি?
উত্তর: বিশুদ্ধ ঈমানের জ্ঞান।
৫৭। ‘মুস্তাফীয’ কোন হাদীসের অপর নাম?
উত্তর: মাশহুর।
৫৮। ‘আল ইবানাতু আন উসুলিদ দিয়ানাহ’ গ্রন্থটি কার লিখিত?
উত্তর: ইমাম আশআরী রহ.-এর।
৫৯। সৃষ্টি ও প্রতিপালনের একত্ব কোন তাওহীদের অন্তর্ভুক্ত?
উত্তর: জ্ঞান পর্যায়ের তাওহীদ।
৬০। দুধমাতার নিকট থেকে আসার কতদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ইন্তেকাল করেন?
উত্তর: ১২ মাস।
৬১। সকল নবীকে একটি ইমারতের সাথে তুলনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সে ইমারতের কিসের সাথে তুলনা করেছেন?
উত্তর: সর্বশেষ ইট।
৬২। আযানের দোয়ায় ওসীলা শব্দের অর্থ কী?
উত্তর: নৈকট্য।
৬৩। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব জানেন, এমন দাবির প্রচলন কোন হিজরী শতক থেকে শুরু হয়?
উত্তর: ৭ম-৮ম।
৬৪। কোন জিনিসে স্রষ্টার পরিচয় জানার নিদর্শন রয়েছে?
উত্তর: প্রতিটি সৃষ্টিতে।
৬৫। ঈসা আ.-এর ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে ঈশ্বরত্বে পৌঁছে দেয়ার পেছনে খ্রিষ্টানদের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ঈসা আ.-এর মর্যাদা বৃদ্ধি করা।
৬৬। মক্কার কাফেরদের বিশ্বাসের ভিত্তি কী ছিল?
উত্তর: ওহীর জ্ঞানের অপব্যাখ্যা ও পূর্বপুরুষের দোহাই।
৬৭। ধর্ম-বিশ্বাস বোঝাতে প্রাচীনতম শাস্ত্রীয় পরিভাষা কোনটি?
উত্তর: আল ফিকহুল আকবার।
৬৮। আল্লাহর বাণী ‘যদি কোনো ব্যক্তি ... বিশ্বাসীদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করে তাহলে আমি তাকে তার বেছে নেয়া পথেই ছেড়ে দেবো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।’ (সূরা নিসা: ১১৫)। কুরআনের এই আয়াতে বিশ্বাসীদের পথ অনুসরণ করতে বলে মূলত কাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে?
উত্তর: সাহাবীদের।
৬৯। হিজরী কোন শতাব্দীতে আকীদা বিষয়ে বই রচনা শুরু হয়?
উত্তর: দ্বিতীয় শতাব্দীতে।
৭০। বিভিন্ন ঘটনা বা বিষয় বর্ণনার ক্ষেত্রে সাহাবা ও তাবেয়ীগণ কোন ব্যাপারে গুরুত্ব দিতেন না?
উত্তর: তারিখ উল্লেখকরণ।
৭১। যে তিনজন সাহাবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কম মনে করে সারারাত সালাত আদায়, সর্বদা সিয়াম পালন এবং স্ত্রী পরিত্যাগের ইচ্ছা করেছিলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছিলেন। তাদের কাজটি কেমন ছিল?
উত্তর: সুন্নাতের ব্যতিক্রম।
৭২। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কত প্রকারের ওহী নাযিল হয়েছিল?
উত্তর: দুই প্রকার।
৭৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আকাশের সর্বোচ্চ পরিষদকে কোন বিষয়ে বিতর্ক করতে দেখেছেন?
উত্তর: কাফফারা বা পাপের ক্ষতিপূরণ।
৭৪। ইবনে হাজার আসকালানী রহ.-এর গবেষণা অনুযায়ী নবুওয়তের বিশুদ্ধতা প্রমাণের জন্য গাইব জানতে হবে এটা কারা মনে করত?
উত্তর: যাদের ঈমান পূর্ণ হয় নি।
৭৫। সাহাবীগণ ও তাবেয়ীগণের কর্ম, কথা বা অনুমোদনকে যথাক্রমে বলা হয়—
উত্তর: মাওকুফ ও মাকতূ হাদীস।
৭৬। নবীগণের ভবিষ্যদ্বাণী গাইব বা অদৃশ্য বিষয় জানার অন্তর্ভুক্ত নয় কেন?
উত্তর: তারা যতটুকু গাইব জানতেন সেটা আল্লাহর জানানোর কারণে জানতেন।
৭৭। হাদীস মূলত কুরআন কারীমের—
উত্তর: ব্যাখ্যা ও বাস্তব প্রয়োগ।
৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন হাদীস লিপিবদ্ধ করার অনুমতি দেন?
উত্তর: মাদানী জীবনের শেষ দিকে এবং বিদায় হজের সময়।
৭৯। আল্লাহ আপন নূর থেকে নবীজির নূরকে সৃষ্টি করেছেন। এই হাদীসটিকে সন্দেহাতীতভাবে জাল না বলে কেবল অনির্ভরযোগ্য বলেছেন বলে কে ইমাম সুয়ূতীর কথার প্রতিবাদ করেছেন?
উত্তর: আল্লামা আব্দুল্লাহ আল গুমারী রহ.।
৮০। কোন বিষয়ক হাদীস সবচেয়ে বেশি সংখ্যক সাহাবী থেকে বর্ণিত হয়েছে?
উত্তর: হাদীস বর্ণনায় মিথ্যার পরিণতি সম্পর্কে।
৮১। ‘নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন; নূরের তৈরি’— এই ব্যাখ্যা হিজরী কত শতকে জন্মলাভ করে?
উত্তর: ৭ম-৮ম শতকে।
৮২। হাদীসের নামে যা বলা হয় সবই হাদীস, এমনটি অনেকের মনে করার কারণ—
উত্তর: সংকলন-পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা।
৮৩। কুরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলতে কেমন নূর বোঝানো হয়েছে?
উত্তর: আত্মিক ও আদর্শিক।
৮৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচারের সময় কোন ধরণের যুবকরা ইসলাম গ্রহণ করেন?
উত্তর: সৎ ও নীতিবান।
৮৫। গবেষকদের সূত্র উল্লেখপূর্বক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. খতমে নবুওয়াতের ব্যাপারে সহীহ সনদে কতগুলো হাদীস বর্ণিত হয়েছে বলে উল্লেখ করেছেন?
উত্তর: ৬৫টি।
৮৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অলৌকিকত্বকে সর্বপ্রথম কোন ফিরকা অস্বীকার করে?
উত্তর: মুতাযিলা।
৮৭। খেলাফে সুন্নাত বা বিদআত পদ্ধতির অনুসারী ব্যক্তির সুন্নাতের প্রতি মানসিকতা কেমন হয়?
উত্তর: সুন্নাতের চেয়ে বিদআত পদ্ধতির প্রতি ভালোবাসা অধিক গভীর হয়।
৮৮। মুসলিমদের মধ্যে প্রথমত কোন ফিরকা ধর্মগুরুদের কথা অভ্রান্ত বলে গ্রহণ করে?
উত্তর: শীয়া।
৮৯। অনেক সময় নাস্তিকগণ মনের গভীরে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস লালন করলেও তা স্বীকার করতে পারেন না কেন?
উত্তর: স্বেচ্ছাচারিতা ও অবৈধ কাজ বাদ দিতে হবে বলে।
৯০। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে ঈমানের কয়টি মৌলিক বিশ্বাসের কথা বলা হয়েছে?
উত্তর: পাঁচটি।
৯১। কোনো কাজ ইবাদত হিসেবে করা হচ্ছে কিনা এটা বোঝার পদ্ধতি কী?
উত্তর: নিয়ত ও কাজের ধরণ।
৯২। হিজরী কোন শতক থেকে মুসলিম উম্মাহর মধ্যে গ্রীক দর্শন প্রসার লাভ করে?
উত্তর: দ্বিতীয় শতকে।
৯৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়া সংক্রান্ত হাদীসগুলো কোন পর্যায়ের?
উত্তর: মুতাওয়াতির।
৯৪। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সম্পর্কিত হাদীসটি কতজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে?
উত্তর: ছয়জন।
৯৫। সুন্নাত পালন না করার চেয়ে সুন্নাতের অতিরিক্ত বা ব্যতিক্রম পালন করা কেমন?
উত্তর: অধিক জঘন্য।
৯৬। ইবনে কাসীর রহ. ইবাদতের কী সংজ্ঞা দিয়েছেন?
উত্তর: পরিপূর্ণ ভালোবাসা, ভক্তি, বিনয় ও ভীতির সমন্বিত অবস্থা।
৯৭। কিয়ামতের দিন সকল মানুষকে কোথায় জমা করা হবে?
উত্তর: নবীজির পায়ের নিকট।
৯৮। যে কাজ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি সেটাকে দীনদারি মনে করা হলো—
উত্তর: সুন্নাতকে অপূর্ণ মনে করা।
৯৯। তাগূত শব্দের অর্থ কী?
উত্তর: মহাসীমালঙ্ঘনকারী।
১০০। কুরআনের নির্দেশ অনুসারে আনসার-মুহাজিরদের ব্যাপারে পরবর্তী প্রজন্মের মুমিনদের দায়িত্ব কী?
উত্তর: তাদের জন্য দোয়া করা ও তাদেরকে ভালোবাসা।
শেয়ার করুন
উত্তরমুছুন