আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ও উস্তাযা সাবিকুন নাহার দম্পতির পারিবারিক বিষয় শরিয়াসম্মতভাবে নিষ্পত্তি

🕊️ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ও উস্তাযা সাবিকুন নাহার দম্পতির পারিবারিক বিষয় শরিয়াসম্মতভাবে নিষ্পত্তি — আলহামদুলিল্লাহ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আলহামদুলিল্লাহ, দেশের বরেণ্য মুরব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারা ও পরামর্শের মাধ্যমে দাঈ ও গবেষক আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী উস্তাযা সাবিকুন নাহার-এর পারিবারিক বিষয়গুলো শরিয়াসম্মতভাবে, পরিপূর্ণ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা হয়েছে।

ছবি সংগৃহীত 



🔹 ১. বিবাহ-বিচ্ছেদ (খুলা) সংক্রান্ত সিদ্ধান্ত

মুরব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান সাহেব তার প্রাক্তন স্ত্রীকে খুলার প্রস্তাবনা প্রদান করেন। উস্তাযা সাবিকুন নাহার তা গ্রহণ করেন। ফলে শরিয়াহ অনুযায়ী বর্তমানে তাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।

 আরো পড়ুন বিবাহ বিচ্ছেদের চেয়েও আরো ভয়ানক :- সাইলেন্ট ডিভোর্স

🔹 ২. মোহরানা ও দেনা-পাওনা নিষ্পত্তি

বিয়ের সম্পূর্ণ মোহরআনা পূর্বেই পরিশোধিত ছিল। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কোনো দেনা-পাওনা বা বিতর্ক অবশিষ্ট নেই — আলহামদুলিল্লাহ।

🔹 ৩. প্রাক্তন স্ত্রীর প্রদানকৃত অর্থ ও স্বর্ণ ফেরত বিষয়ক ব্যবস্থা

উস্তাযা সাবিকুন নাহার বিগত বছরে মিরপুর, ঢাকাস্থ Taw Haa Zin Nurain Islamic Center-এর উন্নয়ন প্রকল্পে প্রায় ৫ ভরি স্বর্ণ এবং অন্যান্য কিছু খাতে (তার ভাষ্যমতে) আরও প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন।

তিনি উক্ত অর্থ ফেরতের দাবি উত্থাপন করলে, ওলামায়ে মাজলিস শরিয়াসম্মতভাবে ফেরতের সময়সীমা নির্ধারণ করেন এবং উভয় পক্ষই সেটি মেনে নেন।

তাই এই অর্থ তার শরিয়াহসম্মত অধিকার (হক) এবং প্রতিষ্ঠান নির্ধারিত সময়সীমার মধ্যে তা পরিশোধের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

🔹 ৪. “৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক” সংক্রান্ত গুজবের জবাব

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে, উক্ত দম্পতির মধ্যে “৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক” হয়েছে — এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

আবু ত্ব-হা আদনান সাহেব বা তার প্রতিষ্ঠান Taw Haa Zin Nurain Islamic Center-এর সঙ্গে এই ধরনের গুজব প্রচারণার কোনো সম্পর্ক নেই।

🔹 ৫. সন্তানদের (বাচ্চাদের) বিষয়ে শরিয়াসম্মত ফয়সালা

ওলামায়ে মাজলিস সন্তানদের বিষয়েও শরিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করেছেন, যা উভয় পক্ষ সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন।

আরো পড়ুন দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি: কুরআন সুন্নাহর আলোকে ৭ নীতি


🤝 সমাপনী আহ্বান

বিষয়টি এখন সম্পূর্ণরূপে পারিবারিকভাবে ও শরিয়াসম্মতভাবে নিষ্পত্তি হয়েছে।

অতএব, অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা, সমালোচনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

আসুন আমরা সকলে এই পারিবারিক সমাধানকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখি — এবং সমাজে শান্তি, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখি।


✍️ প্রস্তুতকারক:
ইসলামিক রিসার্চ ডেস্ক, Islambd360 ব্লগ
📚 বিশ্বাসে এক, আহ্বানে ঐক্য — ইসলামই আমাদের জীবনব্যবস্থা

📢 ইসলামী দৃষ্টিকোণ থেকে খবর ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন 👉 Islambd360

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে শালীন ভাষায় লিখুন এবং অবাঞ্ছিত মন্তব্য থেকে বিরত থাকুন। মন্তব্য করার জন্য ধন্যবাদ!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইন ইসলামিক প্রতিযোগিতা ২০২৫ |

আবু তোহা আদনানসহ আরো যে ৭ জন বিখ্যাত আলেম নারীর প্রেমে পড়েছিলেন

মসজিদ কমিটির সভাপতি হবেন ডিসি ও ইউএনও: ধর্ম উপদেষ্টা

থালাবাটির বেদনা – গাজার পথে পথে হাহাকার আর নীরব মানবতা

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত

জাতীয় সমাবেশে ৭ দফার দাবির বার্তা পৌঁছাতে চায় জামাত

এআইয়ের বাপ চলে আসলো — গুগলের NotebookLM-এর বিস্ময়কর ক্ষমতা

পরীক্ষার ফি বণ্টনের ন্যায়সংগত পদ্ধতি কেমন হওয়া উচিত?

দখলদারদের বর্বর অভিযান: বাড়িঘর ধ্বংস, ১২ নিরীহ ফিলিস্তিনি গ্রেফতার