খাবার খাওয়ার সুন্নাহ ও আদবসমূহ


آداب الطعام

খাবার খাওয়ার আদব


إنَّ نِعَمَ الله تعالى لا تُعَدُّ ولا تُحصى، ومن هذه النِّعَم نعمةُ الطعام والشراب التي لا يمكن للإنسان أن يعيش بدونها.

অর্থ: আল্লাহ তাআলার নেয়ামতসমূহ অসংখ্য ও অগণিত। এর মধ্যে অন্যতম নেয়ামত হলো খাদ্য ও পানীয়, যা ছাড়া মানুষ বাঁচতে পারে না।




📖 কুরআনের দৃষ্টিতে:

قال تعالى: ﴿فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ ۝ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ۝ ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا ۝ فَأَنبَتْنَا فِيهَا حَبًّا ۝ وَعِنَبًا وَقَضْبًا ۝ وَزَيْتُونًا وَنَخْلًا ۝ وَحَدَائِقَ غُلْبًا ۝ وَفَاكِهَةً وَأَبًّا ۝ مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ﴾ (عبس: 24–32)

অর্থ: “মানুষ যেন নিজের খাবারের দিকে লক্ষ্য করে— আমি প্রবলভাবে পানি বর্ষণ করেছি, তারপর আমি ভূমিকে ফেটে দিয়েছি, এরপর সেখানে শস্য, আঙ্গুর, খেজুর, জলপাই, বাগানসমূহ এবং ফল উৎপন্ন করেছি— তোমাদের ও তোমাদের পশুদের জন্য উপভোগসামগ্রী হিসেবে।” (সূরা আবাসা ২৪–৩২)


🍽️ খাবারের আদবসমূহ:

১️⃣ খাবারের আগে বিসমিল্লাহ বলা

قال النبي ﷺ: (إذا أكل أحدُكم طعامًا فليذكر اسم الله تعالى، فإن نسي أن يذكر اسم الله تعالى في أوله، فليقل: بسم الله في أوله وآخره) (رواه أبو داود والترمذي)

অর্থ: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের কেউ যখন খেতে বসবে তখন ‘বিসমিল্লাহ’ বলবে। যদি খাওয়ার শুরুতে বলতে ভুলে যায়, তাহলে শেষে বলবে – ‘বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি।’” (আবু দাউদ, তিরমিজি)


২️⃣ খাবার সময় কথা বলা ও অন্যের দিকে তাকানো থেকে বিরত থাকা

عن رسول الله ﷺ أنه قال: (لا تأكلوا بالشمال فإن الشيطان يأكل بالشمال ويشرب بالشمال) (رواه مسلم)

অর্থ: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “বাম হাতে খেও না, কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে।” (মুসলিম)


৩️⃣ ডান হাতে খাওয়া

عن عمر بن أبي سلمة رضي الله عنه قال: (كنت غلامًا في حجر رسول الله ﷺ، وكانت يدي تطيش في الصحفة، فقال لي رسول الله ﷺ: يا غلام، سمِّ الله، وكُل بيمينك، وكُل مما يليك) (رواه البخاري ومسلم)

অর্থ: উমর ইবনু আবি সালামা (রাঃ) বলেন, “আমি রাসূলুল্লাহ ﷺ-এর তত্ত্বাবধানে ছিলাম, আমার হাত খাবারের পাত্রে ঘুরে বেড়াত। তখন রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, ‘হে বাচ্চা, খাওয়ার আগে বিসমিল্লাহ বল, ডান হাতে খাও, এবং যা তোমার সামনে আছে তা থেকে খাও।’” (বুখারি ও মুসলিম)


৪️⃣ অপচয় না করা ও হালাল খাবার গ্রহণ করা

قال تعالى: ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ﴾ (البقرة: 172)

অর্থ: “হে মুমিনগণ! তোমাদের আমি যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় কর, যদি তোমরা কেবল তাঁকেই উপাসনা করে থাকো।” (সূরা আল-বাকারা ১৭২)

আরো পড়ুন শিয়ালের গোস্ত কি সত্যি বাত ব্যথা দূর করে বিজ্ঞান যা বলছে জানলে চমকে যাবেন।


৫️⃣ খাওয়ার পর আল্লাহর প্রশংসা করা

قال النبي ﷺ: (الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حولٍ مني ولا قوةٍ، غفر الله له ما تقدم من ذنبه) (رواه الترمذي)

অর্থ: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি খাওয়ার পর বলবে — ‘আলহামদু লিল্লাহিল্লাযি আত’আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গাইরি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়াতিন’— তার পূর্বেকার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।” (তিরমিজি)


🌿 আল্লাহ আমাদেরকে খাবার সম্পর্কিত সব আদব সুন্দরভাবে পালন করার তাওফিক দিন। আমীন।


ছবি সংগ্রহ করে রাখুন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনলাইন ইসলামিক প্রতিযোগিতা ২০২৫ |

আবু তোহা আদনানসহ আরো যে ৭ জন বিখ্যাত আলেম নারীর প্রেমে পড়েছিলেন

মসজিদ কমিটির সভাপতি হবেন ডিসি ও ইউএনও: ধর্ম উপদেষ্টা

থালাবাটির বেদনা – গাজার পথে পথে হাহাকার আর নীরব মানবতা

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত

জাতীয় সমাবেশে ৭ দফার দাবির বার্তা পৌঁছাতে চায় জামাত

এআইয়ের বাপ চলে আসলো — গুগলের NotebookLM-এর বিস্ময়কর ক্ষমতা

পরীক্ষার ফি বণ্টনের ন্যায়সংগত পদ্ধতি কেমন হওয়া উচিত?

আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ও উস্তাযা সাবিকুন নাহার দম্পতির পারিবারিক বিষয় শরিয়াসম্মতভাবে নিষ্পত্তি

দখলদারদের বর্বর অভিযান: বাড়িঘর ধ্বংস, ১২ নিরীহ ফিলিস্তিনি গ্রেফতার